সংবাদ প্রতিবেদন:
ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে একচেটিয়া প্রাধান্য দেখিয়ে ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লুইস এনরিকের শিষ্যদের দাপুটে জয়ে মেটলাইফ স্টেডিয়াম থেকে ফাইনালের টিকিট কেটে বেরিয়ে এসেছে তারা। ১৪ জুলাই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি।
সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। কিন্তু শুরু থেকেই চমকে দেয় পিএসজি। ম্যাচের মাত্র ৬ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। গোলটির সূত্রপাত ঘটে রিয়ালের ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ভুল থেকে।
এর ঠিক তিন মিনিট পর আবারও রিয়ালের রক্ষণভাগের বড়সড় ভুল। এবার রুডিগারের ভুল কাজে লাগিয়ে ওসমান ডেম্বেলে বল পাঠান মাদ্রিদের জালে। মাত্র ২৪ মিনিটে তৃতীয় গোলটি করে ম্যাচ প্রায় একতরফা করে ফেলে পিএসজি। রুইজের দ্বিতীয় গোলেই রিয়ালের রক্ষণচিন্তার পর্দা ফাঁস করে দেন পিএসজির আক্রমণভাগ।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা পিএসজি দ্বিতীয়ার্ধেও থামেনি। যদিও ৪৭ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। রিয়াল চেষ্টা করেও ম্যাচে ফিরে আসার কোনো সুযোগ খুঁজে পায়নি। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেরা নিজেদের ছায়া হয়ে ছিলেন পুরো ম্যাচজুড়ে।
ম্যাচের শেষ দিকে, ৮৮ মিনিটে গনসালো রামোসের দুর্দান্ত শটে চতুর্থ গোলটি পায় পিএসজি। কাছ থেকে নেওয়া গতিময় শটে রিয়ালের জালে শেষ পেরেক ঠুকে দেন পর্তুগিজ ফরোয়ার্ড।
৪-০ গোলের জয়ে ফাইনালে পৌঁছে ফরাসি জায়ান্টরা এখন শিরোপার জন্য মুখিয়ে আছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংলিশ ক্লাব চেলসি, যাদের মুখোমুখি হবে পিএসজি ১৪ জুলাই।