ঢাকা, ১০ জুলাই ২০২৫ (বুধবার রাত)
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তারা বিস্ফোরণের স্থান ঘিরে ফেলে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এ নিয়ে গত কয়েক সপ্তাহে এনসিপি কার্যালয়ের সামনে তৃতীয়বারের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো।
এর আগে গত ২৩ জুন ও ৩ জুলাই দলটির কার্যালয়ের সামনে দুই দফায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, যা এনসিপি নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপির একাধিক নেতা-কর্মী বলেন,
> “একই স্থানে বারবার ককটেল বিস্ফোরণ পুলিশি গাফিলতির স্পষ্ট প্রমাণ। দোষীদের খুঁজে বের করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা।”
তারা আরও জানান,
> “এভাবে হামলা চালিয়ে এনসিপি’র তরুণ প্রজন্মের রাজনৈতিক অগ্রযাত্রা থামানো যাবে না। আমরা সংগঠিতভাবে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করবো।”
নিরাপত্তা হুমকি ও বারবার ঘটনার পুনরাবৃত্তি নিয়ে এলাকায় সাধারণ জনগণের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।