নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১০ জুলাই ২০২৫
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বুধবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশিত হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।
ফলাফল জানতে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ছাড়াও নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল দেখতে পারবে। এছাড়াও, মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমেও এসএসসি ফলাফল ২০২৫ জানা যাবে।
ফল জানতে মোবাইলে টাইপ করতে হবে—
SSC <Board Name> <Roll Number> <Year>
উদাহরণ: SSC DHA 123456 2025
এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। একই পদ্ধতিতে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফলও জানা যাবে।
ফলাফল প্রকাশ উপলক্ষে দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ফল প্রকাশ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল ২০২৫ থেকে। দেশের বিভিন্ন সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল দ্রুত ও সহজভাবে জানার জন্য শিক্ষার্থীদের ওয়েবসাইট ও এসএমএস পরিষেবা ব্যবহারের পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।