ঢাকা, ৯ জুলাই — আগামী ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়— সে লক্ষ্যেই প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।”
সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি ও প্রশাসনিক পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়। শফিকুল আলম জানান, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র চূড়ান্তকরণ, নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি এবং নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে বলেছেন।
তিনি আরও বলেন, “ড. ইউনূস নির্বাচন নিয়ে কোনো ধরনের গড়িমসি চান না। তিনি মনে করেন, সময়মতো নির্বাচন অনুষ্ঠানই গণতন্ত্রের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন।”
বিশ্লেষকরা বলছেন, এই নির্দেশনার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির প্রতি সরকারের সদিচ্ছার ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকেও আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে মত দিয়েছেন তারা।
উল্লেখ্য, বর্তমান সরকারের তত্ত্বাবধায়ক কাঠামোর অধীনে প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।