আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের সশস্ত্র বাহিনী থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৬ জুলাই) সকালে হামলার পর পরই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকল আগমন ও প্রস্থান ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম স্থগিত থাকবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলো প্রায় পুরোপুরি আন্তর্জাতিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কবার্তা হিসেবে সাইরেন বেজে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য প্রকাশ পায়নি।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, ইয়েমেনের ভূখণ্ড থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি দেশটির মধ্যাঞ্চল ও পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। বিস্ফোরণের শব্দ শোনা যায় কুদস শহরের উপকণ্ঠ বেইত শেমেশ এলাকার কাছাকাছি, যেখানে একটি বনাঞ্চলে আগুন ধরে যায় বলে জানায় হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই প্রতিহত করেছে এবং এর ফলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি। যদিও ইয়েমেনে হুথি-নিয়ন্ত্রিত আনসারুল্লাহ গোষ্ঠী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি।