প্রকাশ: ৬ জুলাই ২০২৫, রাত ১০:০৬ | ️ অনলাইন ডেস্ক
—
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান বসুন্ধরা মিডিয়া গ্রুপকে হুমকি দিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, এ হুমকি সাংবাদিকদের উদ্দেশে নয়, বরং মিডিয়া প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডের বিরুদ্ধে।
রোববার (৬ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে কালের কণ্ঠ অনলাইনের একটি প্রতিবেদন কমেন্টে হাসনাত লিখেন,
“সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি।”
এর আগে, রাত ৮টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এনসিপি আয়োজিত পদযাত্রায় অংশ নেন তিনি। সেখানেই উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন,
“খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে, তা আমরা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।”
হাসনাতের এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এ মন্তব্যকে ‘গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ’ হিসেবে আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন এটি একটি রাজনৈতিক কৌশল।
উল্লেখ্য, সম্প্রতি বসুন্ধরা মিডিয়া গ্রুপের কয়েকটি প্রতিবেদন এনসিপির কিছু নেতার বিরুদ্ধে সমালোচনামূলক তথ্য প্রকাশ করে। এরপর থেকেই দলটির নেতাদের পক্ষ থেকে মিডিয়ার প্রতি একধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।