ঢাকা, ৬ জুলাই ২০২৫ (রোববার):
সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচন আয়োজনের চেষ্টা করলে দেশে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার রাজধানীর গুলশানে আয়োজিত “জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য” শীর্ষক এক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, “সংস্কার ছাড়া জাতিকে আরেকটি বিতর্কিত নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হলে জনগণের মধ্যে নতুন করে ক্ষোভ তৈরি হবে। এ পরিস্থিতি গণঅভ্যুত্থানে রূপ নিতে পারে।”
তিনি আরও বলেন, “জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা সম্ভব। তবে এজন্য সকল রাজনৈতিক শক্তিকে মৌলিক বিষয়গুলোতে একমত হতে হবে।”
নুরুল হক নুর পার্বত্য চট্টগ্রামের দীর্ঘস্থায়ী অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পেরিয়ে গেলেও পার্বত্য অঞ্চলের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি। এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।”
পররাষ্ট্রনীতি ও প্রতিবেশী সম্পর্কের পরিবর্তন নিয়েও সতর্কবার্তা
তিনি বলেন, “সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র এবং পররাষ্ট্রনীতির দিকেও আমূল পরিবর্তন আসে, যা দীর্ঘমেয়াদে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে। তাই এসব বিষয়ে একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি।”
হিসেবে আখ্যা দিয়ে বলেন, “এই স্বৈরাচারী শক্তি যেন রাজনীতিতে আবারও কামব্যাক করতে না পারে, সে বিষয়ে সব গণতান্ত্রিক শক্তিকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। অন্যথায় তারা বিদেশি শক্তির সঙ্গে মিলে দেশকে আবারও অস্থির করে তুলবে।”