ঢাকা, ৬ জুলাই:
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, “আমরা যেনতেন নির্বাচন চাই না, তবে নির্বাচন চাই না—তা নয়। ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
শনিবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (FSDS) আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
তাহের বলেন, “নির্বাচিত সরকার দেশের বহু সমস্যার সমাধান করতে পারে। তাই আমরা চাই একটি গ্রহণযোগ্য, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন। পূর্বের ন্যায় প্রহসনের নির্বাচন আমরা চাই না, যারা এমন নির্বাচন করে, তাদের আমরা ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছি।”
তিনি আরও বলেন, “আমাদের মধ্যে মতপার্থক্য থাকবেই। তবে, আলোচনার মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।”
জামায়াতের নায়েবে আমির নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পক্ষে মত দেন। তিনি বলেন, “আমরা ট্র্যাডিশনাল পদ্ধতির বদলে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি চাই। এটি আমাদের দলীয় এজেন্ডা হলেও এর অর্থ নির্বাচন বানচাল করা নয়।”
সংলাপে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সাইফুল হক বলেন, “দেশে যেসব নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, তা থেকে উত্তরণে জরুরি একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন ও জনগণের ভোটে নির্বাচিত সরকার।”
নুরুল হক নুর বলেন, “সংস্কার ছাড়া তড়িঘড়ি করে নির্বাচনে গেলে নতুন করে গণঅভ্যুত্থানের ঝুঁকি রয়েছে।”