চাঁপাইনবাবগঞ্জ, ৬ জুলাই:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আর কোনো বাংলাদেশিকে হত্যার চেষ্টা করা হলে সীমান্ত অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জ শুধু একটি সীমান্ত জেলা নয়, এটি সীমান্ত প্রতিরোধের প্রতীক।”
রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কলেজ চত্বর এলাকায় আয়োজিত এক পথসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে গ্রেনেড ছোড়ে, বোমার বিস্ফোরণ ঘটায়। এসব আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। বহুদিন সীমান্তে দাদাদের বাহাদুরি চলেছে, সেই অধ্যায় এখন শেষ। যদি আবারও সীমান্তে কোনো বাংলাদেশিকে হত্যা বা হত্যার চেষ্টা করা হয়, তবে সীমান্ত অভিমুখে লং মার্চের ডাক দেওয়া হবে। আমরা আমাদের সীমান্ত নিজেরাই রক্ষা করবো।”
তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জ মানেই সীমান্তে কাস্তে হাতে বসে থাকা কৃষকের ছবি। আমরা সেই কৃষকেরই সন্তান। চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি ইঞ্চি আমাদের গর্বের অংশ।”
এ সময় চাঁপাইনবাবগঞ্জের আর্থসামাজিক অবস্থা নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ। তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী বলা হলেও এই আমকে বিশ্ব বাজারে পরিচিত করতে কোনো সরকার উদ্যোগ নেয়নি। রেশমশিল্পও প্রায় বিলুপ্তির পথে। অথচ এ শিল্প একসময় জাতীয় পর্যায়ে পরিচিত ছিল। আজ তা হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রীয় কোনো সুরক্ষা নেই।”
তিনি আরও বলেন, “আপনাদের আন্তঃনগর ট্রেনের দাবিকে আমি পূর্ণ সমর্থন জানাই। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ চাই—যেখানে থাকবে মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’-এর বাস্তবায়ন।”