ঢাকা, ৬ জুলাই:
বাংলাদেশের মানুষ দেশের যেকোনো সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় এখন প্রয়োজন সর্বস্তরের জনগণের ঐক্য।
রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “এই জাতি ঐতিহাসিকভাবে যেকোনো বিপদে-আপদে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। তিতুমীরের সময় থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত, দেশের মানুষ জাতীয় স্বার্থে বারবার জেগে উঠেছে।”
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে জনগণকে ক্ষমতায়িত করার ওপর জোর দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করলেই কেবল প্রকৃত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”
গণতন্ত্রের পথে ফিরতে হলে রাজনৈতিক বিভেদ পেরিয়ে জাতীয় ঐক্য অপরিহার্য—এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক চর্চার পথে আমরা বারবার বাধার সম্মুখীন হয়েছি। এখন সেই বাধা অতিক্রম করতে হলে সব পক্ষকে একসাথে কাজ করতে হবে। আমি মনে করি, আমরা এই বিষয়ে অনেকটাই একমত হয়েছি।”
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “আজ দেশের মানুষ রাজনৈতিক মতবিরোধ থাকলেও একটি জায়গায় এসে পৌঁছেছে—সেটি হচ্ছে গণতন্ত্রের পথ খোঁজা। আলোচনা আর তর্ক-বিতর্কের মাধ্যমেই সেই পথ খুঁজে পেতে হবে। নেতিবাচক চিন্তা নয়, বরং ইতিবাচকতার মাধ্যমে আমরা যেন একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি, সেটিই এখন মূল চ্যালেঞ্জ।”