প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ | ️ প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিন বাংলাদেশি নাগরিককে জঙ্গি হিসেবে চিহ্নিত করার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে, তারা জঙ্গি নয়।”
রোববার (৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, “বাকি পাঁচজনের বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মালয়েশিয়ার পুলিশ প্রধানের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, “আমি এখনও এ বিষয়ে অবগত নই। তবে মালয়েশিয়া সরকার থেকে আমাদের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও জানান, বর্তমানে বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের কোনো সক্রিয় তথ্য নেই। তিনি বলেন, “পূর্বে দেশে কিছু জঙ্গি কার্যক্রম ছিল। তবে গত ১০ মাসে কোনও জঙ্গি সংশ্লিষ্ট ঘটনা শনাক্ত হয়নি।”
এ সময় তিনি বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালে একটি কোল্ড স্টোরেজ চালু করা হবে। এর মাধ্যমে কৃষিপণ্য রফতানি আরও সহজ ও সাশ্রয়ী হবে।
তিনি বলেন, “একটি বা দুইটি নির্দিষ্ট পণ্যের ওপর নির্ভরশীল না হয়ে বহুমুখী রফতানি পণ্যের দিকে মনোযোগ দিতে হবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ আরও সুদৃঢ় হবে।”