আন্তর্জাতিক ডেস্ক | জুলাই ৬, ২০২৫
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এবং প্রযুক্তি দুনিয়ার আলোচিত উদ্যোক্তা ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র মতবিরোধের জেরে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে এ ঘোষণা দেন মাস্ক। খবর বিবিসি।
পোস্টে মাস্ক জানান, নতুন রাজনৈতিক দলের নাম ‘আমেরিকা পার্টি’। তার ভাষায়, “জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার লক্ষ্যে” দলটির আত্মপ্রকাশ ঘটেছে।
তবে নতুন এই দলটি এখনো যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনের (FEC) কাছ থেকে আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি। পাশাপাশি দলটির নেতৃত্ব, নীতিমালা কিংবা সদস্যদের নাম সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি মাস্ক।
প্রসঙ্গত, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসমাবেশে ট্রাম্পের প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি। এমনকি ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে মাস্ক কোটি কোটি ডলার খরচ করেছেন—এমন গুঞ্জনও মার্কিন রাজনীতিতে জোরালোভাবে ঘুরে বেড়ায়।
নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর মাস্ককে ‘দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই সময় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ করা গেলেও সম্প্রতি ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত কর ও ব্যয় সংক্রান্ত একটি বিতর্কিত বাজেট বিলকে কেন্দ্র করে দুইজনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
ট্রাম্প যখন বিলটিকে আইনে পরিণত করেন, তখন মাস্ক এক্স-এ একাধিক পোস্টে এর তীব্র সমালোচনা করেন। তিনি সরাসরি আইনপ্রণেতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে লেখেন, “জনগণ আপনাদের ক্ষমা করবে না।”
এদিকে, ইলন মাস্কের এমন অবস্থানের জবাবে ট্রাম্প বলেন, “মাস্কের প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছে। এই ভর্তুকিগুলো না পেলে মাস্ককে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো।”