তেহরান, ৬ জুলাই ২০২৫:
ইরান-ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (৫ জুলাই) স্থানীয় সময় পবিত্র আশুরা উপলক্ষে তেহরানের ইমাম খোমেনি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তিনি।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, আয়াতুল্লাহ খামেনি মসজিদে প্রবেশ করার সময় উপস্থিত জনতা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানায়।
প্রসঙ্গত, ১৩ জুন থেকে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় জনসমক্ষে আসা বন্ধ রেখেছিলেন খামেনি। ওই সময় থেকে তিনি অজ্ঞাত একটি স্থান থেকে রেকর্ডকৃত ভিডিওবার্তা প্রকাশ করতেন। তবে আশুরার এই তাৎপর্যপূর্ণ দিনে তিনি সরাসরি উপস্থিত হয়ে জনগণের সামনে ভাষণ দেন এবং শোক পালন করেন।