ঢাকা, ৫ জুলাই: শহীদ পরিবারের সদস্যদের ভয়ভীতি এবং মামলা বাণিজ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী। তার দাবি, এখনও মূল অপরাধীরা ধরা না পড়ায় শহীদ পরিবারগুলোর মধ্যে মামলা করতে অনীহা রয়েছে।
শনিবার (৫ জুলাই) রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘জুলাই এবং বিচার: প্রত্যাশা ও সংকট’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। এ আলোচনার আয়োজন করে ‘জাস্টিস অ্যান্ড রিফর্ম ওয়াচ’ নামের একটি সংগঠন।
সাবরিনা আফরোজ বলেন, “শহীদ পরিবারগুলোকে ব্যবহার করে মামলা বাণিজ্য চলছে। ফ্যাসিস্টদের প্রধান নেতারা হয়তো সরে গেছে, কিন্তু তৃণমূলে এখনো তারা সক্রিয়, ভিন্ন পরিচয়ে থেকে যাচ্ছে। ফলে মামলার প্রক্রিয়ায় শহীদ পরিবারগুলো আজও ভয় পাচ্ছে।”
গোলটেবিল বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বলেন, “বিচারকাজ কোনোভাবেই মিডিয়া ট্রায়াল বা গুজবের ভিত্তিতে পরিচালিত হবে না। ট্রাইব্যুনাল কেবল পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনেরও পূর্ণ সুযোগ দেয়া হবে। তবে বিচারকাজে অনর্থক দীর্ঘসূত্রতা না টেনে নির্ধারিত সময়ের মধ্যেই বিচার শেষ হওয়া জরুরি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত বক্তারা বলেন, বিচারকে কার্যকর এবং জনগণের আস্থা অর্জনের জন্য দৃশ্যমান শাস্তি অপরিহার্য। ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্রীয় উদাসীনতা ও কালক্ষেপণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা ‘জুলাই মাসের শহীদদের স্মরণে বিচার ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার’ গুরুত্বও তুলে ধরেন।