ঢাকা, ৫ জুলাই — জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নান্নু (৫৮) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ মুশফিকুর রহমান খিলক্ষেত পূর্ব নামাপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। এ ঘটনায় তার স্বজনরা শনিবার (৫ জুলাই) খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, “মুশফিকুর রহমান জুমার নামাজের সময় বাসা থেকে বের হন, তবে তিনি তার মোবাইল ফোনটি সঙ্গে নেননি। বাসার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি কাছের মসজিদে প্রবেশ করেননি। তার সন্ধানে পুলিশ কাজ করছে।”
মুশফিকুর রহমানের ভাই জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, “আমার বড় ভাই জনতা ব্যাংকের মতিঝিল প্রধান কার্যালয়ে ডিজিএম হিসেবে কর্মরত। শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনি নামাজ পড়তে যাচ্ছেন বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছি না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও কোথাও পাওয়া যায়নি। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।”
তিনি আরও বলেন, “একজন দায়িত্বশীল ব্যাংক কর্মকর্তার হঠাৎ করে এভাবে নিখোঁজ হওয়া আমাদের পরিবারে আতঙ্ক তৈরি করেছে। আমরা দ্রুত তার সন্ধান চাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে তদন্ত চলছে এবং প্রয়োজনে ডিবি ও সাইবার টিমের সহায়তা নেওয়া হবে।
কেউ খোঁজ পেলে যোগাযোগ করুন
নিখোঁজ মুশফিকুর রহমান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে অনুগ্রহ করে খিলক্ষেত থানা (ফোন: ০১৩২০-০৭৫৬৯৬) বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।