স্টাফ রিপোর্টার | ঢাকা | ৪ জুলাই ২০২৫
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকা থেকে সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল এবং ১ লাখ ৩০ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এ মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
শুক্রবার (৪ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতার হওয়া ছয়জন হলেন—আব্দুল্লাহ আল-মামুন, আরিয়ান, সাব্বির হোসেন, জাহিদুল ইসলাম সোহাগ, জয় ও বিজয়।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হওয়া তিনটি মোটরসাইকেল সরাসরি ডাকাতির কাজে ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া এখন পর্যন্ত লুণ্ঠিত প্রায় চার লক্ষাধিক সৌদি রিয়াল উদ্ধার করা সম্ভব হয়েছে, যা মূল ঘটনার প্রায় পুরো অর্থই।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীতে একটি প্রাইভেটকার গতিরোধ করে অস্ত্রের মুখে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ এর নগদ অর্থ লুটে নেয় ডাকাতরা। লুট হওয়া অর্থের পরিমাণ ছিল—৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার এবং ১২ হাজার ৩৫০ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম। সবমিলিয়ে প্রায় এক কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা ডাকাতি হয়েছিল।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইসলাম জানান, ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর প্রথম ধাপে সাতজনকে গ্রেফতার করা হয় এবং তারা বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃতদের শনিবার (৫ জুলাই) আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।