ঝিনাইদহ, ৪ জুলাই: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙা সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন ৫৬ বছর বয়সী রঞ্জিত কুমার, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রামপুরমথুরা বাসুরা গ্রামের বাসিন্দা এবং প্রফুল্লাহ কুমারের ছেলে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বাঘাডাঙা বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ৬০/৩৩-আর এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের একটি ব্রিজের উপর থেকে রঞ্জিত কুমারকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ভারতীয় নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এই পদক্ষেপকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। তবে কেন এবং কীভাবে ওই ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।