কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে একই পরিবারের তিন সদস্যকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার আকিবপুর ইউনিয়নের কড়িবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৪), তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলায় দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে ওই তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করে। এসময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুরও করে।
ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের অভিযোগ, পারিবারিক বিরোধ বা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক থেকেই তদন্ত চালানো হচ্ছে।
এদিকে একসঙ্গে একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। শোকাহত পরিবার ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।