জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রাজপথে সরব উপস্থিতি ছিল জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন-এর। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে বারবার আলোচনায় এসেছেন তিনি। তবে সম্প্রতি এক সামাজিকমাধ্যম স্ট্যাটাসে অভিনেত্রী জানিয়েছেন, জুলাই আন্দোলনের পরবর্তী কিছু ঘটনা তাকে হতাশ করলেও, তিনি কখনোই সেই বিপ্লবকে ‘ভুল’ বলে মনে করেন না।
গত বুধবার (৩ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে বাঁধন লেখেন,
> “যারা বলে জুলাই বিপ্লব ভুল ছিল — সত্যি বলতে, তাদের জন্য আমার দুঃখ হয়। ওই সময় ওই বিপ্লব একদম প্রয়োজনীয় ছিল। মানুষ যে পরিমাণ অবিচার, অন্যায় এবং দমন-পীড়নের মুখোমুখি হচ্ছিল, তা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল।”
তিনি আরও বলেন,
> “সরকার তো একদিনে ফ্যাসিস্ট হয়ে যায়নি — ধাপে ধাপে মানুষের অধিকার আর কণ্ঠস্বর কেড়ে নিতে নিতে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তখন আর কোনও রাস্তা খোলা ছিল না।”
ফেসবুক স্ট্যাটাসে বাঁধন ৫ আগস্ট স্মরণ করে লেখেন,
> “যারা সেদিন, ৫ আগস্ট রাস্তায় ছিল না, তারা কোনও দিন বুঝতে পারবে না সেই আনন্দ কতটা বিশুদ্ধ ছিল— যখন সে ভীতুর মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই আনন্দ ছিল একদম বাস্তব, এবং আমি তা নিজের প্রতিটি হৃদস্পন্দনে অনুভব করেছিলাম। ওইরকম স্বাধীনতা আর শক্তি রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে অনুভব করার অভিজ্ঞতা জীবনে একবারই আসে।”
উল্লেখ্য, অভিনেত্রী বাঁধন দীর্ঘদিন ধরেই সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতে সরব কণ্ঠ হিসেবে পরিচিত। সাহসী অবস্থান ও খোলামেলা মত প্রকাশের জন্য তিনি প্রশংসিতও হয়েছেন নানা মহলে।