আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাশিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মস্কোর এমন সিদ্ধান্তকে আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে।
রাশিয়ার এই ঘোষণার মধ্য দিয়ে ক্রেমলিন মস্কোয় নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। যা তালেবান শাসিত আফগান সরকারকে আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার একটি সুস্পষ্ট ইঙ্গিত।
এর আগেই, ২০২৪ সালের এপ্রিল মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানদের ওপর থেকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা তুলে নেয়। বিশ্লেষকদের মতে, এ স্বীকৃতির পেছনে রয়েছে কৌশলগত স্বার্থ, আঞ্চলিক প্রভাব বজায় রাখা এবং সম্ভাব্য অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পরিকল্পনা।
রাশিয়ার এই পদক্ষেপ এমন সময় এলো, যখন ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি কোনো পশ্চিমা দেশ। নারী শিক্ষা নিষিদ্ধ, মানবাধিকার লঙ্ঘন ও মৌলবাদী নীতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে তালেবানদের বৈধতা নিয়ে নানা বিতর্ক রয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত মধ্য এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি, এটি পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার কৌশলগত অবস্থানের পার্থক্যকেও স্পষ্ট করে তুলবে।