ঢাকা, ২ জুলাই:
আদালত অবমাননার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. জাহাঙ্গীর আলম ও বিচারপতি শামীম আহমেদ।
ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়, আদালতের কার্যক্রম ও মর্যাদাকে উপেক্ষা করে শেখ হাসিনা যে বক্তব্য ও কার্যক্রম পরিচালনা করেছেন, তা সরাসরি আদালত অবমাননার শামিল। একইসঙ্গে সহায়তাকারী হিসেবে শাকিল আকন্দ বুলবুলের ভূমিকাও অপরাধপ্রবণ ছিল।
প্রসঙ্গত, শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে চলমান ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও প্রতিবাদের মুখে সম্প্রতি দেশ ত্যাগ করেন। এই প্রেক্ষাপটে আদালত অবমাননার মামলায় আজ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হলো।