ঢাকা, ১ জুলাই ২০২৫ —
গত কয়েকদিন ধরে চলমান গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। তিনি অসুস্থ থাকার কারণে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, যা কিছু মহলে ভুল ব্যাখ্যার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলাম। বিছানায় শুয়ে দেশজুড়ে নানা সংবাদ দেখেছি, পড়েছি, যা আমাকে খুব মর্মাহত করেছে।”
একপর্যায়ে তিনি বলেন, “নবীজী (সা.) বলেছেন, ‘তোমরা অনুমান দ্বারা পরিচালিত হইও না।’ হাসপাতালের বিছানায় শুয়ে আমি এই হাদিসটি নিয়ে গভীরভাবে ভেবেছি।”
ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: নির্বাচন নিয়ে আলোচনা
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাবও দেন সিইসি। তিনি জানান, এটি ছিল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে কথোপকথনে নির্বাচন প্রসঙ্গও এসেছে।
সিইসি বলেন, “সাক্ষাৎ শুধু খোশগল্পে সীমাবদ্ধ ছিল না। স্বাভাবিকভাবেই নির্বাচনসহ আরও নানা প্রাসঙ্গিক বিষয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানতে চেয়েছেন, এবং আমি জানিয়েছি— কমিশন ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।”
তিনি আরও বলেন, “উনি (ড. ইউনূস) যেমন নিরপেক্ষ, আমিও তেমনি নিরপেক্ষ। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে প্রভাবিত করতে তিনি নির্বাচন কমিশনে ফোন করেননি। বরং উনি সর্বত্র যেমন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, তেমনি সাক্ষাতেও সেরকম বার্তা দিয়েছেন।”
গত ক’দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল, সিইসি ও অন্যান্য কমিশনাররা পদত্যাগ করতে যাচ্ছেন। এ বিষয়ে সিইসি বলেন, “এ ধরনের গুজবের কোনো ভিত্তি নেই। কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা আগামীর জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি।”