সংবাদ প্রতিবেদন:
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি আবারও খানিকটা নড়েচড়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তবে আশার কথা, এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৩৮৪টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এতে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২১ জনে। এর মধ্যে চলতি বছর (২০২৫ সাল) জানুয়ারি থেকে জুন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের।
এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫৬৯ জন। আর ২০২০ সালের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১১৪ জনে।