গুজরাট, ভারত – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক চাঞ্চল্যকর বক্তব্যে পাকিস্তানের জনগণকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৬ মে) গুজরাটে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, “রুটি খান এবং শান্তিতে জীবনযাপন করুন, নইলে আমার গুলি তো আছেই।” তার এই মন্তব্য ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে।
ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস এবং এনডিটিভি নিউজ জানায়, মোদি তার বক্তব্যে পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বলেন, “সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা কী অর্জন করেছেন? পাকিস্তান আজ কোথায় আর ভারত কোথায়? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি।”
প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, “পাকিস্তানের জনগণকেই সন্ত্রাসবাদের এই মরণব্যাধি থেকে দেশকে মুক্ত করতে হবে। বিশেষ করে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। শুধু সরকার বা সেনাবাহিনী নয়, জনগণেরও দায়িত্ব রয়েছে এই রোগ থেকে দেশকে রক্ষা করার।”
তিনি ১৯৭১ সালের যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, “সেই সময় পাকিস্তান ভুজ এয়ারবেসে হামলা করেছিল। তখন ভারতীয় নারীরা মাত্র ৭২ ঘণ্টার মধ্যে রানওয়ে মেরামত করেছিলেন। ভারতের জবাব এতই শক্তিশালী ছিল যে পাকিস্তানের এয়ারবেসগুলো এখনো আইসিইউ-তে আছে।”
এই বক্তব্যের পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, “পাকিস্তানে সন্ত্রাসবাদ একটি খোলাখুলি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, যা দেশটির সরকার ও সেনাবাহিনী দ্বারা অর্থায়ন ও পরিচালিত হয়।”
প্রসঙ্গত, এর আগে গত ২২ এপ্রিল গুজরাটের দাহোদে এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদি ‘অপারেশন সিন্ধুর’-এর কথা উল্লেখ করেন। তিনি জানান, পেহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলিতে সুনির্দিষ্ট হামলা চালায়।