ঢাকা, ২৪ মে: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্ধারিত সময়ের মধ্যেই “জুলাই ঘোষণাপত্র” জারি করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে। শনিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যেন নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”
বৈঠকে নাহিদ ইসলাম জুলাইয়ে সংঘটিত ঘটনায় শহীদ ও আহতদের দ্রুত সহায়তার বিষয়েও জোর দেন। তিনি বলেন, “দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও আহতদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে অনুষ্ঠিত সকল নির্বাচনকে “আইনগতভাবে অবৈধ” ঘোষণা করার আহ্বানও জানান নাহিদ। একই সঙ্গে তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জোর দাবি তোলেন।
ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই জানিয়ে নাহিদ বলেন, “তারা অন্তর্বর্তী সরকারে থেকেও গণঅভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করেছেন। তাদের পদত্যাগ করতে বলার অর্থই হলো তাদের অবমূল্যায়ন করা, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
নাহিদের বক্তব্যে রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা, জনগণের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার বার্তা পুনরায় প্রতিফলিত হয়েছে। এনসিপি সূত্রে জানা গেছে, ঘোষিত দাবি ও অবস্থানের ভিত্তিতে সামনের দিনগুলোতে দলটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে।