বগুড়া, ২৪ মে: অন্তর্বর্তী সরকারপ্রধান একজন গুণী মানুষ হলেও, নাতির বয়সী অনেককে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ফলে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ মে) বগুড়া জেলা শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত “তারুণ্যের সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “মানবিক করিডোরের নামে দেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলা হলে কিংবা বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে আমরা কথা বলতেই পারি না। সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে দোষারোপ করা হয়।”
তিনি আরও অভিযোগ করেন, উপদেষ্টাদের কথাবার্তায় মনে হয় যেন নির্বাচন চাওয়া মহাপাপ। বিশেষ করে উপদেষ্টা আসিফের বক্তব্য ও প্রভাব নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, “তার কথামতো দেশ পরিচালনা করলে দেশ ভালোভাবে চলবে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা ছাত্রদলের ঐক্য বিনষ্ট করতে চায় বা ক্যাম্পাস থেকে আমাদের দূরে রাখতে চায়, তারা নিজেদের অস্তিত্ব হারাবে।”
এর আগে দুপুর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। বিভিন্ন স্লোগানে তারা চারপাশ মুখরিত করে তোলে এবং সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।