ঢাকা, ২১ মে — অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেছেন, সরকারের ভেতর থেকে চক্রান্ত করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চলছে।
বুধবার (২১ মে) রাজধানীর কাকরাইলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি তোলেন তিনি। সমাবেশে ইশরাক বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান। কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। অথচ বর্তমান সরকার ও তাদের কিছু উপদেষ্টা নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।”
তিনি অভিযোগ করেন, “যে নতুন দলটি গঠিত হয়েছিল, তাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দল গঠনের পর দেখা গেল, সরকারের ভেতরেই তারা রয়ে গেছেন। অর্থাৎ একটি নিরপেক্ষ সরকার আমরা এখনো পাইনি। তারা সরকারের ছত্রছায়ায় থেকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
ইশরাক আরও বলেন, “বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করে সরকার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব?”
স্বৈরাচার বিরোধী মনোভাব ব্যক্ত করে তিনি বলেন, “আমরা কি আরেকটি স্বৈরাচারী সরকারের জন্ম হতে দিতে পারি? অতীতে যেভাবে শেখ হাসিনার স্বৈরাচারিতার বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক তেমনি এখনো সকল স্বৈরাচার সরকারকে বিদায় করতে হবে।”
মেয়র হওয়ার প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মেয়র হই বা না হই, সেটি বড় কথা নয়। বড় কথা হলো, এই সরকার নিরপেক্ষ নয়—এটা এখন পরিষ্কার। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদত্যাগ করতে হবে। তারা যদি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে চান, তবে তা সরকারের বাইরে থেকে করতে হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আন্দোলন থেকে এক পা পেছাবো না। যতদিন আমাদের দাবি মানা না হবে, ততদিন রাজপথ ছাড়বো না।”