ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভে উত্তাল নগর ভবনের সামনের এলাকা। আজ সোমবার (১৯ মে) সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও স্লোগান দেন।
বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন। তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে অবিলম্বে শপথ পাঠ করানোর আহ্বান জানান। একই সঙ্গে চলমান অবস্থান ও অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার হস্তক্ষেপের কারণেই আদালতের রায় কার্যকর হচ্ছে না। তারা বলেন, আদালতের রায়ের প্রতি সরকারের শ্রদ্ধাশীল থাকা উচিত। কিন্তু অন্তর্বর্তী সরকার রায়কে উপেক্ষা করে আদালত অবমাননা করছে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যতদিন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানো না হবে, ততদিন আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবো।”
গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। কিন্তু এখন পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি, যা নিয়ে ক্ষোভে ফুঁসছে বিএনপি ও ইশরাক সমর্থকরা।
সংশ্লিষ্টরা বলছেন, আদালতের রায় এবং গেজেট প্রকাশ সত্ত্বেও শপথ অনুষ্ঠানের বিলম্ব সুস্পষ্টভাবে সরকারের পক্ষপাতমূলক আচরণের পরিচায়ক।