ঢাকা, ১৮ মে — ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক মামলার জামিন না মঞ্জুর করায় বিচারকের প্রতি অশালীন মন্তব্য এবং তাকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে হেনস্তা করার অভিযোগ উঠেছে চারজন বিএনপি-ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনএলএফ)।
অভিযুক্ত আইনজীবীরা হলেন—বিএনএলএফ-এর ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম, কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, ঢাকা বার ইউনিটের সদস্য অ্যাডভোকেট মো. জাবেদ এবং অ্যাডভোকেট এস এম ইলিয়াস হাওলাদার।
রোববার (১৮ মে) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত একটি নোটিশ তাদের কাছে পাঠানো হয়। নোটিশে বলা হয়, গত ১৭ মে একটি জামিন শুনানিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে ‘অপেশাদার’ আচরণ করেছেন, যা ইতোমধ্যেই বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে এবং দলীয় ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, আইনজীবীদের এমন অযাচিত ও অনৈতিক আচরণের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিন (৩) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাদেরকে সংগঠনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে কেরানীগঞ্জ মডেল থানার একটি হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায়। হানিফ মেম্বার নামে এক আসামি ১২ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তার জামিন চেয়ে আইনজীবীরা আবার আবেদন করলে শনিবার (১৭ মে) শুনানির দিন ধার্য করা হয়। কিন্তু জামিন না মঞ্জুর করায় কিছু আইনজীবী ক্ষিপ্ত হয়ে বিচারককে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগাল করেন এবং ‘আওয়ামী লীগের দালাল’ বলে আক্রমণ করেন।