ইসলামাবাদ, ১৮ মে: ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান তার আকাশসীমা ভারতের বাণিজ্যিক বিমানের জন্য আরও এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি রোববার জিও নিউজ দ্য নিউজের বরাত দিয়ে নিশ্চিত করেছে।
পাকিস্তানের উচ্চপর্যায়ের সরকারি সূত্র জানিয়েছে, বর্তমানে আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট বিমান পরিবহন বিভাগ বিমানচালকদের জন্য একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি (NOTAM) জারি করবে। সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী সপ্তাহ থেকে।
উল্লেখ্য, গত মাসে ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ওই ঘটনার পর ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য তার আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে পরদিন ২৪ এপ্রিল পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়, যা বর্তমানে ২৩ মে পর্যন্ত কার্যকর রয়েছে।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ানোর বিষয়টি পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-র নিয়ম অনুসারে, কোনো সদস্য রাষ্ট্র একবারে এক মাসের বেশি সময় আকাশসীমা বন্ধ রাখতে পারে না। তাই নিয়ম অনুযায়ী নতুন নোটিশ জারির মাধ্যমেই মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০টি ভারতীয় বাণিজ্যিক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে, যেগুলোর রুট মূলত দিল্লি, মুম্বাই, অমৃতসর এবং আহমেদাবাদ থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দিকে গমন করে।