হায়দরাবাদ, ভারত – হায়দরাবাদের ঐতিহাসিক গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে নারী ও শিশুসহ অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে বিখ্যাত চার মিনার স্থাপনার নিকটবর্তী এই বহুতল ভবনে আগুন লাগে।
স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগ সূত্রে জানা গেছে, ভোরবেলা অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই জরুরি সেবার ১১টি কনভয় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দারাও সহায়তা করেন।
দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তবে এখনো অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে।