গাজা, ১৬ মে ২০২৫:
ঐতিহাসিক নাকবা দিবসে ফের রক্তাক্ত হলো ফিলিস্তিন। বৃহস্পতিবার (১৫ মে) ফজরের পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর চালানো লাগাতার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি। ভয়াবহ এ সহিংসতার তথ্য নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরার খবরে উঠে এসেছে এসব মর্মান্তিক তথ্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার প্রধান কেন্দ্রবিন্দু ছিল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস। ইসরায়েলি বাহিনীর বেপরোয়া বিমান ও স্থল অভিযানে সেখানে নিহত হয়েছেন অন্তত ৬১ জন। পাশাপাশি উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকার একটি চিকিৎসাকেন্দ্রে চালানো বিমান হামলায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতেও থেমে থাকেনি হামলা—বিভিন্ন স্থানে প্রাণ গেছে আরও ১৬ জনের।
টানা হামলার ফলে চরম সংকটে পড়েছে গাজার স্বাস্থ্য খাত। একের পর এক ধ্বংসযজ্ঞে অকার্যকর হয়ে গেছে গাজার অন্তত তিনটি হাসপাতাল। চিকিৎসা সরঞ্জাম ও মানবসম্পদের অভাবে আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
প্রসঙ্গত, ১৯৪৮ সালের ১৫ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সেদিনের আগ্রাসনে নিজেদের ভূমি থেকে উচ্ছেদ হন প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি। সেই বেদনাবিধুর স্মৃতিকে কেন্দ্র করেই ফিলিস্তিনিরা দিনটিকে ‘নাকবা দিবস’ বা ‘বিপর্যয়ের দিন’ হিসেবে পালন করে আসছে। প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে প্রতিবাদ ও স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।