ঢাকা, ১৬ মে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
এ সময় অধ্যাপক ফায়েজ বলেন, “সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে।” তিনি আরও জানান, রাত ৮টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করবে।
এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্যান্য প্রতিনিধিরা। বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে:
বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি
শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণ
দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ সম্পন্ন করা
এই ঘোষণার আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর কাকরাইল মোড়ে গণঅনশনে বসেন জবি শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন।
এর আগে বিকেল ৩টায় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের ব্যানারে গণঅনশনের ডাক দেওয়া হয়। সমাবেশে অংশ নেন প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী। আন্দোলনের নেতৃত্বে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।