রিয়াদ, ১৩ মে:
সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরব সফরের সময় দেয়া এক ভাষণে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্প জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। প্রেসিডেন্টের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়া। ঘোষণার পর দেশজুড়ে উল্লাসে ফেটে পড়ে সাধারণ মানুষ।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, সৌদি সফরের সময় ট্রাম্প ও সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের ইঙ্গিতও মিলেছে।
উল্লেখ্য, এর আগে বাশার আল আসাদের শাসনামলে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর একাধিক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত ডিসেম্বরে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কূটনীতিতে পরিবর্তনের আভাস মিলতে থাকে।