মাগুরা: মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই তারিখ নির্ধারণ করেন।
মামলার শুনানিতে জানা যায়, সোমবার (১২ মে) সকাল ১০টায় শুরু হওয়া যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় দুপুর ১২টায়। সাক্ষ্যগ্রহণ এবং আসামি পরীক্ষা সম্পন্ন হওয়ায় আদালত ওই দিন যুক্তিতর্ক উপস্থাপনের সময় নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীরা আদালতে মামলার বিভিন্ন তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে তাদের যুক্তি তুলে ধরেন।
প্রথম দিনের কার্যক্রম শেষ না হওয়ায়, মঙ্গলবার (১৩ মে) পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আগামী ১৭ মে।
উল্লেখ্য, মামলার মূল আসামি হিটু শেখ, যিনি ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুর, গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় একাই জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা, মাগুরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ১৩ এপ্রিল চারজনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন।
প্রসঙ্গত, ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।