ঢাকা, ১২ মে: মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ মে) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পরপরই ঘটনাটি রাজধানীজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে ঠিক কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ডিবি পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মমতাজ বেগম শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি দীর্ঘদিন ধরে বাংলা লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত। সংগীতের পাশাপাশি তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত থেকে মানিকগঞ্জ-২ আসনের প্রতিনিধিত্ব করেছেন জাতীয় সংসদে।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সোমবার রাতের শেষভাগে বেশ কয়েকজন সাদা পোশাকধারী ডিবি সদস্য হঠাৎ করেই উক্ত বাসায় প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর মমতাজ বেগমকে গাড়িতে তুলে নিয়ে যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।