গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড এবং হামলার ঘটনা ঘটলেও, কিছু উগ্র ডানপন্থী গোষ্ঠী এসব ঘটনাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে বর্ণনা করে অনলাইনে মিথ্যা তথ্য ছড়িয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে যে, উগ্রপন্থীরা বাংলাদেশে ‘হিন্দুদের গণহত্যা’ করা হচ্ছে এমন ভুয়া তথ্য ছড়িয়ে মানুষের মাঝে ভয় ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ভিডিওগুলোতে আগুনে বাড়িঘর জ্বলতে দেখা যায়, ভয়ানক সহিংসতার দৃশ্য এবং সহায়তা চেয়ে নারীদের ক্রন্দনের মুহূর্ত দেখানো হয়।
এই ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে যুক্তদের মধ্যে অন্যতম স্টিফেন অ্যাক্সলে–লেনন, যিনি টমি রবিনসন নামেও পরিচিত। যুক্তরাজ্যের উগ্রপন্থী এই কর্মী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে উগ্রতা উসকে দিয়েছেন। বিবিসির গ্লোবাল ডিস–ইনফরমেশন টিমের জ্যাকি ওয়েকফিল্ড এবং বিবিসি ভেরিফাইয়ের শ্রুতি মেনন প্রমাণ করেছেন, অনলাইনে এ নিয়ে ছড়ানো অধিকাংশ ভিডিও ও দাবিই ভুয়া।
শেখ হাসিনার পতনের পর সহিংসতা ও লুটের প্রভাব হিন্দু সম্প্রদায়ের ওপর পড়লেও, প্রতিবেশী দেশ ভারতে উগ্রপন্থী ইনফ্লুয়েন্সাররা এসব ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়েছে। এতে প্রকৃত ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হয়েছে।