অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরেই ফরিদা আখতার পণ্যের দাম কমানোর পরিকল্পনা গ্রহণ করেছেন। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমানোর বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। তবে একবারে সব পণ্যের দাম কমানো সম্ভব না হওয়ায় উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দেওয়া হবে।
ফরিদা আখতার বলেন, “এসব পণ্যের দাম কীভাবে কমানো যায়, কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে উৎপাদকরা ক্ষতিগ্রস্ত না হয়।”
এদিকে গণঅধিকার পরিষদ বাজার সিন্ডিকেট ভাঙা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন নিরাপদ রাখা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে। এ বিষয়ে ফরিদা আখতার জানান, “গণঅধিকার পরিষদের প্রস্তাবনায় আমরা খুশি। কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের বিষয়টি উপদেষ্টা পরিষদে তুলব। উপদেষ্টা পরিষদে সকলের সম্মতিতে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই করা হবে।”