চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে শনিবার (১০ মে) অনুষ্ঠিত হলো বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ সমাবেশে অংশগ্রহণ করেন হাজারো তরুণ-তরুণী ও দলের নেতাকর্মীরা। সমাবেশের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিকাল ৫টার দিকে পলোগ্রাউন্ড মাঠে উপস্থিত হন তিনি।
তামিমের উপস্থিতির খবর মাইকে ঘোষণা দেওয়া হলে উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান চট্টগ্রামের এই কৃতি সন্তানকে। সমাবেশে উপস্থিত হয়ে চট্টগ্রামের প্রতি ভালোবাসা ও সমর্থন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তামিম।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তামিম ইকবাল বলেন, “চট্টগ্রাম থেকে আমরা এখন তেমন খেলোয়াড় পাচ্ছি না—এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে। ১০ থেকে ২০ বছর আগে চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন খেলাধুলায় দারুণভাবে প্রতিনিধিত্ব করতো। সেই জায়গাটা আমরা আবারও ফিরে পেতে পারি বলে আমি আশাবাদী।”
তিনি আরও জানান, ভবিষ্যতে ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবলসহ নানা খেলাধুলায় চট্টগ্রাম থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলেই তিনি বিশ্বাস করেন।
সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে মাঠেই তামিম ইকবাল মারাত্মক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে হৃদযন্ত্রে রিং পরানো হয়। দেশ ও বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।