ভারত আবারও সাইবার হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি বড় ধরনের সাইবার আক্রমণে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র অফিসিয়াল ওয়েবসাইটসহ একাধিক সরকারি ও নিরাপত্তা সংস্থার সার্ভার হ্যাক করা হয়েছে।
শনিবার (১০ মে) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুধু বিজেপিই নয়, এই সাইবার হামলার শিকার হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি, এবং মহানগর টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান। পিটিভির দাবি, এই হামলার মাধ্যমে সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় বিমান বাহিনী ও মহারাষ্ট্র নির্বাচন কমিশন-এর মতো অতি সংবেদনশীল সংস্থা থেকেও গোপন নথি ও উপাত্ত ফাঁস হয়েছে। এমনকি, দুই হাজার পাঁচশ’র বেশি নজরদারি ক্যামেরা হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে দাবি করা হয়েছে।
সবচেয়ে চাঞ্চল্যকর দাবি হলো—এই সমন্বিত সাইবার আক্রমণের ফলে ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিডের প্রায় ৭০ শতাংশ অচল হয়ে পড়েছে। তবে, ভারতের কেন্দ্রীয় সরকার এবং দিল্লি প্রশাসন এই দাবি সরাসরি অস্বীকার করেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের কোনো সাইবার হামলার তথ্য তাদের কাছে নেই এবং দেশের বিদ্যুৎ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে।