আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) চালানো এক সামরিক অভিযানে ভারতের পাঞ্জাব রাজ্যের জালান্দার জেলার আদমপুরে স্থাপিত এ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে ইসলামাবাদ। অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন বুনিয়ান মারসুস’।
পাকিস্তানের প্রতিরক্ষা সূত্রগুলো দাবি করেছে, ভোরে শুরু হওয়া অভিযানের পর একাধিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়। এরই অংশ হিসেবে ভারতের এস-৪০০ ইউনিটটিকে নিশানা বানানো হয়। অভিযানে সফলতার দাবি করে দেশটি জানিয়েছে, এই হামলার মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে তারা।
এর পাশাপাশি, পাকিস্তানের হ্যাকার গ্রুপগুলো ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সব ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে তা হ্যাক করারও দাবি করেছে।
প্রসঙ্গত, এস-৪০০ একটি রুশ নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা ভারত কিনেছিল প্রায় ১.৫ বিলিয়ন ডলার মূল্যে। এই প্রযুক্তি বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম। তবে পাকিস্তানের এ দাবির সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি। ভারতীয় কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এর আগেও পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে এবং দুটি বিমান ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করেছে।