ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে—এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যমগুলো যে হামলার প্রতিবেদন প্রকাশ করেছে, তা ‘ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।’
পিটিভি’র এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “দখলকৃত কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভারতের পক্ষ থেকে নিজেদের আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে।”
ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস দাবি করেছে, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা এবং আরনিয়া এলাকায় পাকিস্তান থেকে ছোঁড়া আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। এর আগে দ্য ওয়্যার-এর এক প্রতিবেদনে বলা হয়, জম্মু ও পার্শ্ববর্তী এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানকার বাসিন্দারা আকাশে উজ্জ্বল বস্তু দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন।
তবে পাকিস্তানের পক্ষ থেকে এমন সব দাবি জোরালোভাবে অস্বীকার করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে পিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, “এই ধরনের মনগড়া সংবাদ ছড়িয়ে ভারত চায় একটি ভুয়া ধারণা তৈরি করতে—যাতে এটি প্রতিপন্ন করা যায় যে পাকিস্তানও পাল্টা হামলা চালাচ্ছে।”
পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে, এসব তথ্য উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মহলের নজর অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, “এই প্রচারণা ভারতের নগ্ন সামরিক আগ্রাসন আড়াল করার একটি প্রচেষ্টা মাত্র।”
সামগ্রিকভাবে, পাকিস্তান এমন কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি বলে স্পষ্ট জানিয়েছে, এবং ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত সব ধরনের খবরকে ‘পুরোপুরি ভুয়া ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে ইসলামাবাদ।