নয়াদিল্লি, ৮ মে: ফের উত্তপ্ত উপমহাদেশ। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের পাল্টা হামলায় কেঁপে উঠলো ভারতের সীমান্তবর্তী একাধিক অঞ্চল। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের বিভিন্ন এলাকায় পর পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তানের ছোড়া অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ধ্বংস করেছে ভারতীয় সামরিক বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, জম্মু শহরের আখনুর, সাম্বা, আরএস পুরা এবং আরিনা সংলগ্ন এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। হামলার নিশানায় ছিল জম্মু বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়।
এই পরিস্থিতিতে জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে পাঠানকোট, বারামুলা, কুপওয়ারা, অমৃতসরসহ সীমান্তবর্তী শহরগুলোতে সতর্কতা হিসেবে বাজানো হয় সাইরেন। পাঞ্জাবের হোশিয়ারপুর ও অমৃতসরসহ একাধিক এলাকায় ব্ল্যাকআউট ঘোষণা করে আলো নিভিয়ে ফেলা হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ব্ল্যাকআউট চলবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান সেনাবাহিনী দেশের অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি।
প্রতিরোধে ভারতও পাল্টা আক্রমণ শুরু করে। এনডিটিভি-র রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার জানায়, লাহোরসহ পাকিস্তানের একাধিক সামরিক স্থাপনায় জবাবি হামলা চালানো হয়েছে। বিশেষভাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে নিশানা করা হয়েছে।
সামরিক সূত্রে জানা গেছে, শ্রীনগর, পাঠানকোট, লুধিয়ানা, চণ্ডীগড়সহ উত্তর ভারতের বিভিন্ন শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ সিস্টেম দিয়ে পাকিস্তানের ছোড়া একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়া হয়।