মুন্সীগঞ্জের আলোচিত ট্রিপল মার্ডার মামলার রায় ঘোষণা করেছেন আদালত। ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম বৃহস্পতিবার (৮ মে) এ রায় প্রদান করেন। রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশজনকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সৌরভ প্রধান, রনি বেপারী এবং শিহাব প্রধান। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন—শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারী, রায়হান ও ছোট জাহাঙ্গীর। উল্লেখ্য, শিহাব, শাকিব ও শামীম আপন ভাই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বিল্লাল হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ বিকেলে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুই দল কিশোর-তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সমস্যা মীমাংসার জন্য সেদিন রাতেই একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
কিন্তু সেই সালিশেই রক্তাক্ত ঘটনা ঘটে। বৈঠকের একপর্যায়ে সৌরভ, শিহাব ও শামীমের নেতৃত্বে অপর পক্ষের তিনজন—ইমন হোসেন (২২), সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধান (৪০)—কে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ইমন ও সাকিব এবং পরে হাসপাতালে মারা যান মিন্টু।
এ ঘটনায় পরদিন নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন জানান, “এই রায়ে প্রমাণ হয়েছে আইন নিজের হাতে তুলে নিলে তার বিচার হয়। আমরা ন্যায়বিচার পেয়েছি।”