ঢাকা, ৬ মে ২০২৫: দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১০টার দিকে কাতারের আমিরের বিশেষ ফ্লাইটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় ভিড় করতে শুরু করেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে সড়কের দুই পাশে অবস্থান নেন এবং ‘খালেদা জিয়া জিন্দাবাদ’সহ নানা স্লোগান দিতে থাকেন।

বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হওয়ার পথে নেতাকর্মীরা একাধিক পয়েন্টে তাঁকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেয়। দলীয় সূত্রে জানা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান নেয় বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত এলাকায়। ছাত্রদল, যুবদল, মহানগর দক্ষিণ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল, পেশাজীবী সংগঠন এবং মহিলা দল নির্ধারিত স্থানগুলোতে অবস্থান নিয়ে নেত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দর এলাকায় অতিরিক্ত ভিড় সামাল দিতে ট্রাফিক পুলিশও সক্রিয় ভূমিকা পালন করে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে তিনি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
এ সময় খিলক্ষেত থানা বিএনপির সাবেক যুবদল সভাপতি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোবারক হোসাইন দেওয়ান সহ খিলক্ষেত থানার বিএনপি নেতাকর্মী ও অন্যান্য অন্য সংগঠনের সকল নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।