মেক্সিকোর মাটিতে মার্কিন সেনা মোতায়েনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মেক্সিকোর ড্রাগ কার্টেল দমনে মার্কিন সেনা প্রেরণের যে প্রস্তাব দিয়েছেন, সেটিকে ‘অযৌক্তিক’ ও ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন শেইনবাউম।
রোববার (৪ মে) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় শেইনবাউম নাকি মেক্সিকোতে মার্কিন সামরিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছেন—এমন দাবি করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
তবে এমন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, “না, আমরা চেয়েছি দুই দেশ মাদকবিরোধী লড়াইয়ে সহযোগিতা করুক। কিন্তু তার মানে এই নয় যে, মার্কিন সেনারা আমাদের ভূখণ্ডে ঘুরে বেড়াবে। এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তথ্য ও গোয়েন্দা সহযোগিতা করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি মেনে নেওয়া যাবে না।”
তার এই স্পষ্ট ও দৃঢ় অবস্থান মেক্সিকোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ নেতৃত্বের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা। অনেকের মতে, প্রেসিডেন্ট শেইনবাউমের এ বক্তব্য নতুন করে মার্কিন-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কে উত্তাপ সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মেক্সিকো ড্রাগ কার্টেল ও সীমান্ত অপরাধ দমনে আন্তর্জাতিক সহায়তা চেয়ে আসছে। তবে দেশটির সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে—সহযোগিতা মানে সার্বভৌমত্বের হস্তক্ষেপ নয়।