মেক্সিকো সিটি, ৩ মে: গাঁজা চাষ ও ব্যক্তিগত সেবনের আইনি স্বীকৃতির দাবিতে মেক্সিকোতে বিশাল র্যালির আয়োজন করেছে শত শত নাগরিক। শনিবার (৩ মে) দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রধান সড়কগুলোতে জড়ো হয়ে তারা এই আন্দোলনে অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা গাঁজা সেবনে আইনগত জটিলতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা সরকারের কাছে দাবি জানান—ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা চাষ ও সেবনের পূর্ণ অনুমতি প্রদান করা হোক। অংশগ্রহণকারীদের মতে, বর্তমানে প্রচলিত আইন ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এবং তা সংস্কার প্রয়োজন।
মেক্সিকো সরকার ২০১৭ সাল থেকেই চিকিৎসা ক্ষেত্রে গাঁজার ব্যবহারকে বৈধতা দিলেও, সাধারণ জনগণের ব্যবহারে এখনো বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। ২০২১ সালে সরকার প্রাপ্তবয়স্কদের প্রকাশ্যে গাঁজা সেবনের অনুমতি দিলেও, ব্যক্তিগতভাবে চাষ ও সেবনের ক্ষেত্রে এখনো আইনি জটিলতা রয়ে গেছে।
এছাড়াও বাণিজ্যিকভাবে গাঁজা উৎপাদন ও বিক্রয় এখনো নিষিদ্ধ দেশটিতে। আন্দোলনকারীদের দাবি, বৈধতা পেলে এই খাত নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে এবং মাদকবিরোধী অপরাধও কমে আসবে।