ঢাকা, ৩ মে ২০২৫:
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের মাধ্যমে নিজেকে পোপের আদলে উপস্থাপন করে তৈরি করা একটি ছবি সম্প্রতি নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ মে) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
ছবিটিতে দেখা যায়, রাজকীয় সাদা পোশাক ও বিশাল মুকুটে সজ্জিত ট্রাম্প একটি সিংহাসনে বসে আছেন। তার ডান হাতের একটি আঙুল আকাশের দিকে ইশারা করছে—যেটি পোপদের ঐতিহ্যবাহী ভঙ্গিমার অনুরূপ। এ ছবি ঘিরে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়।
এর আগেই ট্রাম্প রসিকতার ছলে নিজেকে ক্যাথলিক চার্চের প্রয়াত প্রধান পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। গত সপ্তাহে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি নিজেই পরবর্তী পোপ হতে চাই। এটিই হবে আমার এক নম্বর পছন্দ।”
প্রসঙ্গত, পোপ ফ্রান্সিস গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই নতুন পোপ কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এই প্রেক্ষাপটেই ট্রাম্পের এমন মন্তব্য এবং এআই-নির্মিত ছবি আরও জোরালো আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ শুধু রসিকতার অংশ নয়, বরং সামাজিক মাধ্যমে প্রভাব বিস্তারের একটি কৌশল হিসেবেও দেখা যেতে পারে।