ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় এটি হুতিদের চতুর্থ হামলা, যা ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মধ্যে ফেলেছে।
শনিবার (৩ মে) সকালে রাজধানী জেরুজালেমসহ বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়। এই সময় আতঙ্কিত জনসাধারণের মাঝে হুড়োহুড়ি দেখা দেয়, যার ফলে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে হামলার ভয়াবহতা এবং প্রতিনিয়ত হুমকির মধ্যে বসবাসরত ইসরায়েলিদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এর আগে শুক্রবার হুতি গোষ্ঠী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে, যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমানঘাঁটি এবং উপকূলীয় শহর হাইফা। এসব হামলা প্রতিহত করতে আইডিএফ সক্রিয়ভাবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে হুতিদের এ ধরনের টানা হামলা ইসরায়েল-ইয়েমেন উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।