রিয়াদ, ৩ মে:
মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ৩ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। স্থানীয় সময় শনিবার (৩ মে) সকালে এই চুক্তি ঘোষণা করা হয়, যা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফর ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তির ইঙ্গিত দিচ্ছে। এ সংক্রান্ত তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নিশ্চিত করেছে যে, সৌদি আরবের সঙ্গে এই ক্ষেপণাস্ত্র চুক্তির বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে উপস্থাপন করেছে। চুক্তির আওতায় সৌদি আরব পাবে এক হাজার ‘AIM-120’ মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র, যা আকাশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং যেকোনো আকাশযান থেকে উৎক্ষেপণযোগ্য।
বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয়, বরং যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের প্রতিফলন। তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চুক্তির প্রতিশ্রুতি আগে থেকেই দিয়ে আসছিলেন ট্রাম্প।
এদিকে, সৌদি আরব আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের এটি প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর, এবং এই সফরের জন্য সৌদি আরবকেই বেছে নেওয়া হয়েছে। সফরের অংশ হিসেবে দুই দেশের মধ্যে একাধিক প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে তিনি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে ইতালি সফর করেছিলেন।